"স্থিতপ্রজ্ঞ" - swami vivekananda

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 12, 2018

"স্থিতপ্রজ্ঞ"

"স্থিতপ্রজ্ঞ"

শ্রীশ্রীঠাকুরের সাক্ষাৎ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য হলেন শ্রীমৎ স্বামী অকামানন্দজী মহারাজ। যিনি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের শেষতম জীবিত মন্ত্রশিষ্য শ্রীশ্রীঠাকুরের সাক্ষাৎ পার্ষদের। মহারাজ শরীর ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বহুবছর আগে বলেছিলেন "জীবনমুক্ত"র কথাটি এবং ঘোষণা করেছিলেন তিনি স্বইচ্ছায় তাঁর শরীর ত্যাগ করবেন। গত ১লা জুন মহারাজ ১০৫ বছরে পদার্পণ করেছেন এবং ২রা জুন তিনি ঘোষণা করেছেন তাঁর শরীর ত্যাগের। ৩রা জুন থেকে মহারাজ সমস্ত প্রকার খাদ্য গ্রহণ করা বন্ধ করেছেন, এমনকি জল পর্যন্ত।
বর্তমানে মহারাজের শ্রীমুখমণ্ডল এক অভূতপূর্ব আনন্দ এবং দিব্য হাসিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। তিনি যখনই অন্যদের থেকে "আনন্দ"কথাটি শুনছেন তাঁর সম্পূর্ণ জ্ঞানে তাঁর মূখমণ্ডল এক আলোক জ্যোতিষ্ক বলয়ের মত উজ্জ্বল হয়ে উঠছে। তিনি সম্পূর্ণ রূপে ধ্যানস্থ হলেও সজাগ রয়েছেনন। সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং বলছেন তিনি খুব শীঘ্র এই পৃথিবী ছেড়ে অনন্তের উদ্দ্যেশে পাড়ি দেবেন। সাধু এবং ভক্তরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই মহা সন্ন্যাসীর তথা Miracle monk- এর অন্তিম দর্শনে। শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীমায়ের কৃপাধন্য সন্তান তাঁদের চরণে মিলিত হতে যাত্রা করেছেন। মহারাজ বর্তমানে হরিদ্বারের কংখাল আশ্রমে রয়েছেন।

Revered Swami Akamanandaji maharaj of Haridwar Ramakrishna Mission Ashrama made his final sankalpa to give up his body . He told this just two days ago. Sadhus here are saying that he announced long ago that he would leave the body consciously at his will. And he is now doing exactly as he said. He is neither taking food nor drinking anything for last two days.
Fully aware internally, he is now totally indrawn but highly alert. He is responding to every question that is being asked to him now, but saying that he is going to leave this world very soon.
His face lights up with extraordinary joy, and he flashes a divine smile when he hears the word "Ananda" from us - absolutely conscious, the miracle monk with vedantic words on the mouth. The word "Ananda" is his favourite word all through. What a sight...
I only read such signs of Brahmajnanis in the books, but now I see all these in front of my eyes -  the rishi as described in the upanishad, or a "Sthitaprajna" of the Bhagavad Gita.
Sadhus and visitors are pouring in from different parts of the India to have last darshan of his mortal frame.
We are feeling sad yet at the same time feeling so joyous to see such a monk of extraordinary calibre. He attained the state of "Jeevanmukti" long ago. Now he is casting away his mortal coil.
On 1st June he stepped into 105 years of his age. On 2nd, he announced his willingness to have complete withdrawal, and from 3rd he stopped all food intake including liquids. He is lying on his bed, with no disease, fully aware, floating in the bliss of Brahman...
Glory to Thakur and Maa and Swamiji.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages