গিরিশ ঘোষ তখন জনপ্রিয়তার শীর্ষে কিন্তু মাকে স্বয়ং মহাদেবী বলে মানেন।তাঁর কথায় মা ই ভগবতী,দুর্গা,কালী, মহেশ্বরী।গিরিশের তিন বছরের ছেলেটি যখন মারা গেলো, শোক সামলাতে সে জয়রামবাটি গিয়ে কিছুদিন ছিল।মাকে কষ্ট দেবেনা তাই ঠাকুর,চাকর সব নিয়ে গেছে।সেখানে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে প্রথমে মাকে প্রণাম করতে গেছে সে।মায়ের পায়ে মাথা রেখে যেই উঠেছে,অমনি মায়ের মুখ দেখলো সে,এই প্রথম মাতৃ দর্শন। "মা তুমি? "এ যে সেই বহুকাল আগের দেখা,চেনা মুখ।শ্রীরামকৃষ্ণের নামও সে শোনেনি তখনও। যুবা বয়স, কলেরায় আক্রান্ত,প্রাণ সংসয়।
অচেতন প্রায় গিরিশ দেখল এক মাতৃ মূর্তি।মহা প্রসাদ মুখে
তুলে দিচ্ছেন।পরনে লাল কস্তা পেড়ে শাড়ি।দেহ জোতির্মন্ডিত।দু চোখে অপার স্নেহ।আর প্রসাদে অমৃতের
স্বাদ।প্রসাদ খেতে খেতে ঘুম ভেঙেছে গিরিশের। এখনও জিহ্বায় প্রসাদের স্বাদ লেগে আছে।সুস্থ হলো গিরিশ।সেই মুখ আজও ভোলেনি সে।তাই মাতৃ দর্শন হতেই বাকরোধ হয়ে গেলো গিরিশের।এই তো সেই দেবী।ছুটে ঘরের বাইরে এসে একজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করালো,মা আগে কখনো তাকে দর্শন দিয়েছেন কিনা?মা উত্তর পাঠালেন,"হ্যা,
স্বপ্নে।"সাহস করে একদিন জিজ্ঞেস করলো গিরিশ,"তুমি কেমন মা?" "আমি আসল মা।গুরু পত্নী নয়,পাতানো
মা নয়,কথার কথা মাও নয়, সত্য জননী।"
মা ,তুমি ইহকাল পরকালের মা।জন্ম জন্মান্তরের মা।
অচেতন প্রায় গিরিশ দেখল এক মাতৃ মূর্তি।মহা প্রসাদ মুখে
তুলে দিচ্ছেন।পরনে লাল কস্তা পেড়ে শাড়ি।দেহ জোতির্মন্ডিত।দু চোখে অপার স্নেহ।আর প্রসাদে অমৃতের
স্বাদ।প্রসাদ খেতে খেতে ঘুম ভেঙেছে গিরিশের। এখনও জিহ্বায় প্রসাদের স্বাদ লেগে আছে।সুস্থ হলো গিরিশ।সেই মুখ আজও ভোলেনি সে।তাই মাতৃ দর্শন হতেই বাকরোধ হয়ে গেলো গিরিশের।এই তো সেই দেবী।ছুটে ঘরের বাইরে এসে একজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করালো,মা আগে কখনো তাকে দর্শন দিয়েছেন কিনা?মা উত্তর পাঠালেন,"হ্যা,
স্বপ্নে।"সাহস করে একদিন জিজ্ঞেস করলো গিরিশ,"তুমি কেমন মা?" "আমি আসল মা।গুরু পত্নী নয়,পাতানো
মা নয়,কথার কথা মাও নয়, সত্য জননী।"
মা ,তুমি ইহকাল পরকালের মা।জন্ম জন্মান্তরের মা।
No comments:
Post a Comment